বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ২১ নভেম্বর ২০২৪

Google News
মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব: সিইসি

সদ্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া এ এম এম নাসির উদ্দীন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নতুন কমিশনের দায়িত্ব। তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে উদাহরণ তৈরি করব।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাসির উদ্দীন। তবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের চাওয়া ছিল ভোটাধিকার ফিরে পাওয়া। আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করব। নিত্যনতুন অনেক চ্যালেঞ্জ আসবে। সেসব মোকাবিলা করে কাজ করতে হবে।

নতুন সিইসি আরও বলেন, সব দল সুষ্ঠু নির্বাচন চায়। কোথায় কি সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সংস্কার কমিশনের রিপোর্ট থেকে পরামর্শ আসবে। সবাই মিলে সব সংকট সমাধান করব।

ভোটার তালিকা হালনাগাদ বিশাল চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রীক সংস্কার শেষ করতে হবে। সংস্কার কমিশন যত তাড়াতাড়ি রিপোর্ট দিবে তত নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া যাবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের