মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

০৩ ডিসেম্বর ২০২৪,

১৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে ৮ বিভাগে ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করা হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৭, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৬, ২১ নভেম্বর ২০২৪

Google News
জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে ৮ বিভাগে ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করা হবে

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বিপ্লবের গণঅভুত্থানের ঘটনা সারাদেশে ছড়িয়ে দিতে 'রিমেম্বারিং মুনসুন রেভোল্যুশন' নামে ৮ বিভাগে ভিজ্যুয়াল কন্টেন্ট তৈরি করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় যেসব পরিবারের সদস্যরা নিহত, আহত হয়েছেন তাদের ইতিহাস তুলে 'ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প ' নামে ভিডিও প্রচার করা হবে। যা আর্কাইভ করা হবে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, এখনও জুলাই গণহত্যাকারীরা তাদের দোষ স্বীকার করছে না। তাই ভিডিও এর মাধ্যমে তাদের কর্মকাণ্ড দেশবাসীকে দেখানো হবে।

তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সারাদেশে 'তারুণ্যের উৎসব' নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শিশু, কিশোর কিশোরীদের মধ্যে সাংস্কৃতিক জাগরণে প্রতিভা সন্ধান কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।

ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর দর্শনগত একটা পরিবর্তন এসেছে দেশে। এই দেশ সব ধর্ম, বর্ণের মানুষের। আমাদের সংস্কৃতি কর্মকাণ্ডের মধ্যে থাকবে বহু ভাষা, বহু ধর্মের মানুষের একত্রীকরণ। ২৪ এর গণঅভ্যুত্থানের কথা দেশ বিদেশে জানাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় কাজ করবে বলেও জানান তিনি।   

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের