বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ড. মুহাম্মদ ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৩, ২০ নভেম্বর ২০২৪

Google News
প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করলেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া এখানেই প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন ড. ইউনূস। এরপর বসেন তার জন্য রাখা নির্দিষ্ট অফিসে। পরে ১১টায় শুরু হয় উপদেষ্টা পরিষদের বৈঠক।

জানা গেছে, সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৬ তলায় প্রধান উপদেষ্টার জন্য রাখা নির্দিষ্ট অফিসে বসেন ড. ইউনূস। এরপর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসা উপলক্ষে পুরো সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ।

আজ সচিবালয়ে বাইরের অতিথিদের পাস দেয়া হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও ঢুকতে দেয়া হয়নি সচিবালয়ে। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের গাড়িও ঢুকতে পারেনি সচিবালয়ে। দুপুর পর্যন্ত প্রধান উপদেষ্টা সচিবালয় থাকতে পারেন বলে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের