ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।
এখন রাজধানীতে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। রিটকারী জানান, সম্প্রতি সড়কে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। ফলে সড়ক দুর্ঘটনার হারও বেড়েছে। এছাড়া, এসব রিকশার কারণে রাজধানীর সড়কগুলোতে যানজট এবং বিদ্যুৎ সংকট সৃষ্টি হচ্ছে, যা জীবনযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করছে।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সনজিদ সংবাদ সম্মেলনে বলেন, 'এখন সময় এসেছে সচেতনতার। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জীবনযাত্রার ঝুঁকি আরও বাড়বে এবং বিদ্যুৎ সংকট আরও প্রকট আকার ধারণ করবে।'
রাজধানীর অলিগলি এবং প্রধান সড়কগুলোর প্রায় সব জায়গায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। ঢাকা সিটি করপোরেশন কয়েক দফা অভিযান চালালেও, এসব অবৈধ বাহনের দৌরাত্ম্য থামানো যায়নি। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশনায় আগামী তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম