সম্প্রতি বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে কৃষি, প্রতিরক্ষা এবং খেলাধুলা বিষয়ক ৩টি সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
তিনি বলেন, তিনটি চুক্তি ছাড়াও ব্রাজিলের সঙ্গে দ্বৈত কর, আইসিটি, অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ, কৃষি গবেষণা, চিনি ও খাদ্য শিল্প, স্বাস্থ্য, বাণিজ্য, বিমান পরিষেবা, সরাসরি শিপিং পরিষেবা, কৌশলগত অধ্যয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশমন এবং স্থিতিস্থাপকতা এবং সংস্কৃতিবিষয়ক আরও ১২টি চুক্তি আলোচনাধীন রয়েছে।
এছাড়া ক্ষুদ্রঋণ সংক্রান্ত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আর্জেন্টিনার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। দ্বৈত কর, তুলা সম্পর্কিত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণের বিষয়ে আরও ৩টি চুক্তি প্রস্তাবের উপর আজেন্টিনার সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য-বিবৃতি দিচ্ছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন মুখপাত্র তৌফিক হাসান।
তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে। অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা-বিবৃতি দিতে না পারে। তবে ভারত থেকে বাংলাদেশ কোনো উত্তর না পেলেও ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছিল বিষয়টি তারা দেখবেন।
এদিকে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসাপ্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।
সুইজারল্যান্ডে উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের একজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং একজন স্টাফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।