কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী বাকুতে এ বৈঠকে উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। দুই পক্ষই পরিবেশের সুরক্ষা এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের বিষয়ে সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
এর আগে মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জো এবং বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রপতি ডেনিস বেচিরোভিচ। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রেডিওটুডে নিউজ/আনাম