বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

সেন্ট মার্টিন ডুবে গেলে স্থানীয়রা কী করবে; প্রশ্ন পরিবেশ উপদেষ্টার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৫, ৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:১৬, ৮ নভেম্বর ২০২৪

Google News
সেন্ট মার্টিন ডুবে গেলে স্থানীয়রা কী করবে; প্রশ্ন পরিবেশ উপদেষ্টার

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষা করতেই নানা বিধিনিষেধ দেওয়ার কথা আবার তুলে ধরে অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্ন তুলেছেন, দ্বীপটি ডুবে গেলে স্থানীয়রা কী করবে।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর পানি ভবনে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ বিষয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে নানা প্রসঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা, তার একটি ছিল সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে।

সেমিনারে ওপেন ডিসকাসন পর্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দেশের প্রবাল দ্বীপটি নিয়ে সরকারের বিধিনিষেধের বিষয়টি তোলেন।

তখন রিজওয়ানা বলেন, “৪৫ ভাগ প্রবাল সেন্টমার্টিন থেকে ক্ষয় হয়ে গেছে। প্রবাল আবার ফিরিয়ে আনা সম্ভব যদি আমরা সেখানকার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করি। পুরো প্রবাল ক্ষয় হলে সেন্টমার্টিন ডুবে যাবে। তখন স্থানীয়রা কী করবে?”

গত ২২ অক্টোবর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এখন থেকে পর্যটকরা কেবল তিন মাসে দ্বীপটিতে যেতে পারবেন। এর মধ্যে নভেম্বর মাসে দ্বীপটিতে রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে থাকা গেলেও দিনে দুই হাজারের বেশি যাওয়া যাবে না।

এত বছর ফেব্রুয়ারিতে পর্যটকরা দ্বীপটিতে ভ্রমণ করলেও এখন থেকে এটি হবে না। এই মাসে দ্বীপকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

সরকারের এসব সিদ্ধান্তে পর্যটক সংশ্লিষ্টরা প্রতিবাদ জানাচ্ছেন, দ্বীপটিকে ঘিরে নানা জল্পনা কল্পনাও ছড়িয়েছে।

এসব গুঞ্জনের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, “সেন্ট মার্টিন কোনো দেশের কাছে লিজ দেওয়ার পরিকল্পনা নেই।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের