বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় হচ্ছে: ড. বদিউল আলম মজুমদার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৩৯, ৪ নভেম্বর ২০২৪

Google News
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় হচ্ছে: ড. বদিউল আলম মজুমদার

জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। সোমবার (৪ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান ড. বদিউল আলম মজুমদার।

বৈঠকে তিনি জানান- প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। একই সঙ্গে অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে।

জাতীয় পরিচয় পত্র প্রসঙ্গে ড. বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পরামর্শ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের