বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে আজ ফিরছেন আরও ৭০ বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৪, ৩ নভেম্বর ২০২৪

Google News
যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে লেবানন থেকে আজ ফিরছেন আরও ৭০ বাংলাদেশি

লেবাননে চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তির কারণে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে ইচ্ছুক আটকে পড়া আরও ৭০ বাংলাদে‌শি আজ দেশে ফিরছেন। রোববার লেবানন থেকে সপ্তম দফায় দেশে ফিরবেন তারা। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে ফিরে আসতে অপেক্ষামান ৭০ বাংলাদেশিকে শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টায় সিআইটি স্কুলের পার্কিংয়ে উপস্থিত থাকতে জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এর আগে বৃহস্পতিবার রাতে ৫২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রোববার ৭০ জনের সপ্তম গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

প্রসঙ্গত, লেবানন থেকে এখন পর্যন্ত ২৬৮ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরেছেন ৩০ জন। পঞ্চম দফায় ফিরেছেন ৩৬ জন। ষষ্ঠ দফায় ৫২ জন দেশে ফিরেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের