শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

শুক্রবার,

০১ নভেম্বর ২০২৪,

১৭ কার্তিক ১৪৩১

Radio Today News

সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, জনপ্রতি ৫ লাখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৩, ১ নভেম্বর ২০২৪

Google News
সপ্তাহে ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, জনপ্রতি ৫ লাখ

জুলাই বিপ্লবে শহিদ হওয়া ছাত্র-জনতার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হচ্ছে। ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ আগামীকাল (২ নভেম্বর) থেকে প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেবে।প্রতিটি শহিদ পরিবার ৫ লাখ টাকা করে পাবে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম।

তিনি বলেন, আগামীকাল (শনিবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন মিলনায়তনে ঢাকা বিভাগের শহিদদের পরিবারের কাছে প্রথম এই অর্থ তুলে দেওয়া হবে। ঢাকার সব শহিদ পরিবার কাল (শনিবার) আসবে না। কাল যাদের অর্থ সহায়তা দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রতি সপ্তাহে পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা পৌঁছে দেওয়া হবে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যেই সব পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে। সদস্য সচিব সারজিস আলম বলেন, আমরা আগামীকাল (শনিবার) ২০০ পরিবারের মাঝে সহায়তা দেব। সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। যেন কেউ এসে বিকাল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।  

তিনি বলেন, আমরা প্রথম ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। ঢাকায় শহিদের সংখ্যা দুইশর বেশি। তাদের দেওয়ার পর আট বিভাগে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।প্রতিটি শহিদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে।  \ এ ছাড়া আহতদের এক লাখ করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান সারজিস আলম।তিনি বলেন, আহতদের সহায়তা বিকাশের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। পরিমাণ বেশি হলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। তবে কারো জরুরি সহযোগিতা প্রয়োজন হলে হেলপলাইন ১৬০০০-এ যোগাযোগ করলে তিন দিনের মধ্যে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

এই সহায়তার পর পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা রয়েছে জানিয়ে ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’র সদস্য সচিব বলেন, এরপর আমাদের পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। যারা আর কখনো কর্মক্ষেত্রে ফিরতে পারবেন না, তাদের দীর্ঘ সময়জুড়ে কোনো সম্মানি দেওয়া যায় কি না- এটিও বিবেচনা করা হচ্ছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের