বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবার,

৩১ অক্টোবর ২০২৪,

১৫ কার্তিক ১৪৩১

Radio Today News

যানজট নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে সহকারি পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে: আসিফ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৮, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৫৯, ৩০ অক্টোবর ২০২৪

Google News
যানজট নিয়ন্ত্রণে ৭০০ শিক্ষার্থীকে সহকারি পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে: আসিফ

যানজট নিয়ন্ত্রণে সহায়তা করতে ৭০০ শিক্ষার্থীকে সহকারি পুলিশ হিসেবে নিয়োগ দেবে সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিগগিরই ৪০০ জন শিক্ষার্থী নিয়োগের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

বুধবার (৩০ অক্টোবর) যুব দিবস নিয়ে ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  

আসিফ মাহমুদ বলেন, "নতুন এই নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিন সকাল-বিকেল চার ঘণ্টা ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবে, যা যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে।" 

তিনি আরও জানান, দেশে গ্রাজুয়েশনধারী বেকারের সংখ্যা বর্তমানে ২৬ লাখ, এবং গ্রাজুয়েশনের নিচে এই সংখ্যা ১ কোটি ৮০ লাখে দাঁড়িয়েছে। আগামী দুই বছরে সরকার ৫ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা করছে বলে জানান তিনি। 

বেকারত্ব হ্রাসকে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "শুধু সরকারি উদ্যোগেই নয়, বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থানের প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেও বেকারত্ব কমাতে অগ্রণী ভূমিকা পালন করছেন।"

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের