বুধবার,

২৩ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

বুধবার,

২৩ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ঢাকার অবস্থান কত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৫, ২২ অক্টোবর ২০২৪

Google News
বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ঢাকার অবস্থান কত

বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী। ধারণা করা হচ্ছে,২০৮০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা ১ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে।

জনবহুল দেশগুলোর মধ্যে শীর্ষ তিনটি দেশ হচ্ছে, জাপানের রাজধানী টোকিও,ভারতের রাজধানী শহর নয়াদিল্লি ও চীনের  সাংহাই। 

জাপানের রাজধানী টোকিও। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওতে ৩ কোটি ৭৪ লাখ মানুষ বাস করে। টোকিওর জনসংখ্যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়ে চার গুণ বেশি। শহরটির আয়তন ১৩ হাজার ৪৫২ বর্গকিলোমিটার। বৃহত্তর টোকিও মহানগর এলাকার প্রতি কিলোমিটারে গড়ে ২ হাজার ৬৪২ জন মানুষ বাস করে। 

ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। জনসংখ্যার দিক দিয়ে নয়াদিল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। নয়াদিল্লিতে ২ কোটি ৯৩ লাখ মানুষ বাস করে। চীনের সাংহাই শহরে ২ কোটি ৬৩ লাখ মানুষের বসবাস। শহরটির সড়কের ধারে গড়ে ওঠা সারি সারি দোকানে দৈনিক ১০ লাখ মানুষ কেনাকাটা করে।

এরপরই আছে চতুর্থ  স্থানে ব্রাজিলের সাও পাওলো। শহরটিতে জনসংখ্যা ২ কোটি ১৮ লাখ। পঞ্চম স্থানে রয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। মেক্সিকো সিটির বর্তমান জনসংখ্যা ২ কোটি ১৬ লাখ। 

সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ শহরের বাসিন্দার সংখ্যা প্রায় ২ কোটি ২ লাখ। বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছড়াছড়ি। মানুষে মানুষে গিজগিজ করছে। 

অবশ্য ষষ্ঠ স্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো । 

এছাড়া আরও তিনটি জনবহুল শহরের তালিকায় স্থান পেয়েছে ভারতের মুম্বাই শহর,চীনের রাজধানী বেইজিং ও জাপানের ওসাকা । 

তালিকা অনুযায়ী ভারত ও চীনের দুটি করে শহর রয়েছে। আয়তনের দিক থেকেও এই দুটি দেশ বড়।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের