শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

এবারের দুর্গাপূজায় কত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৫, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৪৬, ১২ অক্টোবর ২০২৪

Google News
এবারের দুর্গাপূজায় কত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের দুর্গাপূজায় প্রায় দিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এর আগে দুর্গাপূজায় ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। কিন্তু এবারের পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে। 

আজ শনিবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রউপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দু’টি মন্দির পরিদর্শন করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের