শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

‘সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:৫৯, ৭ অক্টোবর ২০২৪

Google News
‘সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত’

সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কি-না, তা সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, আগামী নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে।

আজ সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে সেন্টমার্টিন প্রসঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। এটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। ৯ সেপ্টেম্বর, ২০১৮ সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন ১ হাজার ২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিল। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়। ২০২৩ সালে পর্যটন নির্দেশিকাতে বলা হয়েছিল, সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার।

তিনি বলেন, আমি চাই সেন্টমার্টিন দ্বীপটা বাঁচুক। তাই এক মানুষ যাতে পাঁচবার সেখানে না যায়, সবাই যাতে এর সৌন্দর্য উপভোগ করতে পারে আমি সেই ব্যবস্থা করবো। 

উপদেষ্টা আরও বলেন, সেন্টমার্টিন দ্বীপে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এর পক্ষে আমি নই। তবে সীমিত পর্যটক, নির্দিষ্ট সময় থাকাসহ কিছু সিদ্ধান্ত নেয়া হবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের