র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছি, সেগুলো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এম জসীম উদ্দিন বলেন, এতে করে যুক্তরাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া গেছে। সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা তারা পেয়েছে। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থবহভাবে যুক্ত হওয়ার জন্য এটা একটা ভিত্তি। পরবর্তীতে আমরা হয়তো বিভিন্ন পর্যায়ে এ আলোচনাকে চালিয়ে নিয়ে যাবো।
পাচার হওয়া অর্থ দেশে ফেরানো নিয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সম্পর্কে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, আজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএআইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তি হয়েছে। আমরা বিস্তারিতভাবে আর্থিকখাতের সংস্কারের কথাবার্তা বলেছি। পাচার হওয়া অর্থ অন্যান্য বিষয়ে প্রাথমিক কথা হয়েছে। এ বিষয়ে হয়তো যুক্তরাষ্ট্রের যে সক্ষমতা আছে সেটা আমরা ব্যবহার করব। আলোচনাটা মাত্র শুরু হয়েছে। এটার হয়তো চূড়ান্ত রূপরেখা করতে কিছুটা সময় লাগবে।
এমএমএইচ/রেডিওটুডে