অন্তর্বর্তী সরকারের সংস্কার সম্পর্কে জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে আর্থিক সংস্কারে যুক্তরাষ্ট্র কীভাবে যুক্ত হতে পারে, তা নিয়ে আলোচনা করেছে ঢাকা-ওয়াশিংটন।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
পররাষ্ট্র-সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এক মাসের একটু বেশি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা একসঙ্গে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবে সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমে তারা এ প্রতিনিধিদলটি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন।
জসীম উদ্দিন বলেন, সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেছেন তারা। আজকের বৈঠকে পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যানধারণা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে অংশগ্রহণ করতে পারে তা সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছি, এসব সেক্টরে যুক্তরাষ্ট্র সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেল এবং সরকার কী করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেল। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থবহভাবে যুক্ত হওয়ার জন্য এটা একটা ভিত্তি এবং পরবর্তীতে আমরা হয়ত বিভিন্ন পর্যায়ে এ আলোচনাকে চালিয়ে নিয়ে যাব।
এমএমএইচ/রেডিওটুডে