বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ১২ সেপ্টেম্বর ২০২৪

Google News
ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুজন পূর্ণকালীন সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই অধ্যাপক। আগামী চার বছর মেয়াদে তাদের নিয়োগ দিয়েছে সরকার।

পূর্ণকালীন দুই সদস্য হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের