বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সমন্বয়কদের কোন্দলে সভা না করেই ফিরলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২২:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২২:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

Google News
সমন্বয়কদের কোন্দলে সভা না করেই ফিরলেন সারজিস

আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দল ও সমন্বয়হীনতার কারণে সমাবেশ না করেই নরসিংদী ত্যাগ করেন সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালি কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

সোমবার বিকাল ৩টায় এ মতবিনিময় সভার আয়োজন করেছিলেন নরসিংদীর সমন্বয়কদের একাংশ। সেই সভায় যোগ দিতে দুপুরের আগেই ঢাকা থেকে নরসিংদী পৌঁছান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও তার সঙ্গীয়রা। তিনি সকাল সাড়ে ৯টায় নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার আরেক পক্ষের সমন্বয়ক সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। কোথায় সমাবেশ হবে-বিকাল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক-বিতর্ক। সবশেষ, কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকালে সাড়ে ৪টার দিকে সমাবেশে যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন সারজিস আলম। তবে সভা স্থগিত করা হলেও সমন্বয়কদের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে কোন কারণ জানানো হয়নি।
 

রেডিওটুডে নিউজ/ইআ

আশিকুর রহমান পিয়াল

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের