মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠছে আজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

Google News
ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠছে আজ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের যে সীমা দেওয়া হয়েছিল তা উঠে গেছে। ফলে আজ থেকে যেকোনো অঙ্কের নগদ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

এ ব্যাপারে শনিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে যে কেউ যেকোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক শনিবার জানান, রোববার থেকে গ্রাহকরা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন। নগদ অর্থ উত্তোলনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি কারণে কেন্দ্রীয় ব্যাংক ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমিত রাখতে। এরপর থেকে ধীরে ধীরে উত্তোলনের পরিমাণ বাড়ানো হয়।

গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন, যা আগের সপ্তাহে ছিল চার লাখ টাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের