মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪,

১ আশ্বিন ১৪৩১

Radio Today News

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৪

Google News
ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন— বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতি এমন আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবির সদর দফতরের বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ। বিজিবিকে পেশাদারিত্বের সাথে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বাহিনীটির সদস্যদের প্রতি কঠোর নির্দেশনাও দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কোনো অবস্থাতেই দুর্নীতি সহ্য করা হবে না। ঘুস ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদেরকে চাকরিচ্যুত করা হবে বলেও জানান তিনি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের