বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

ঢাবিতে গণত্রাণ সংগ্রহ স্থগিত ঘোষণা, এলো ১১ কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৪

Google News
ঢাবিতে গণত্রাণ সংগ্রহ স্থগিত ঘোষণা, এলো ১১ কোটি টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বানভাসীদের জন্য গণত্রাণ সংগ্রহের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছ। বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাবিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।  

তারা জানান, বন্যার্তদের জন্য এ পর্যন্ত ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকার ত্রাণ সংগ্রহ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত খরচ হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা।
 
শিক্ষার্থীরা বলেন, নগদ অর্থ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা জমা আছে। অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এ ক্ষেত্রে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর সঙ্গে সমম্বয় করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আব্দুল কাদের, সানজানা আফিফা অদিতিসহ আরও কয়েকজন।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দেয়। এর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ শুরু করেন শিক্ষার্থীরা।  

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের