
অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশ আবু সাঈদের, আবু সাঈদ কারও একার নয়, গোটা বাংলাদেশের। তিনি বলেন, ঘরে ঘরে লাখো আবু সাঈদ জন্মাবে। তবে আর কোনো আবু সাঈদকে যেন এভাবে প্রাণ দিতে না হয়।
আজ শনিবার সকাল ১১টার দিকে আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, 'আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশের যত পরিবার আছে, তাদের সন্তান। যারা বড় হবে, স্কুল-কলেজে পড়বে, তারা আবু সাঈদের কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে।'
শান্তিতে নোবেলজয়ী এই বাংলাদেশি আরও বলেন, 'বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক—সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলোযোগ যেন না হয়।'
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, 'আমরা সবাই এই মাটিরই সন্তান। জাতি-ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি।'
তিনি বলেন, 'আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে এটা করতে হবে।'
রেডিওটুডে নিউজ/আনাম