বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩১, ৭ আগস্ট ২০২৪

Google News
বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ: সেনাপ্রধান

আগামীকাল (বৃহস্পতিবার) রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। যার আকার ১৫ সদস্যবিশিষ্ট হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (৭ আগস্ট) সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রফেসর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে, উনাকে যথেষ্ট আন্তরিক মনে হয়েছে। উনি যেহেতু আগামীকাল দুপুরে দেশে ফিরবেন, সেক্ষেত্রে বিকেলেই তার শপথগ্রহণ অনুষ্ঠান একটু টাইট হয়ে যাবে। সেজন্যই রাতে শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে দেশে আসছেন ড. মুহাম্মদ ইউনূস। বর্তমানে তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন। সেখান থেকে বৃহস্পতিবার ঢাকায় আসবেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘স্যার বর্তমানে চিকিৎসার জন্য প্যারিসে রয়েছেন। সেখান থেকে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।’ এক দফা দাবিতে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে সোমবার দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের