বৃহস্পতিবার,

০৪ জুলাই ২০২৪,

১৯ আষাঢ় ১৪৩১

বৃহস্পতিবার,

০৪ জুলাই ২০২৪,

১৯ আষাঢ় ১৪৩১

Radio Today News

যানজট আর জলজটে নাকাল রাজধানীবাসী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৫, ১ জুলাই ২০২৪

Google News
যানজট আর জলজটে নাকাল রাজধানীবাসী

রাজধানীতে ঝরছে আষাঢ়ের বৃষ্টি। কালো মেঘে ঢাকা পড়েছে ঢাকা। মেঘের কারণে দিনেই যেন রাজধানীতে নেমেছে সন্ধ্যা। সেই সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি যেন থামার নামই নেই। থেমে থেমে ঝরছে। যদিও আজ (১৭ আষাঢ়) দিনভর বৃষ্টি নামবে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া অফিস।

আর এই বৃষ্টির কারণে দিনভর ভিজছে ঢাকা, সেইসঙ্গে কোথাও কোথাও যানবাহনের সংখ্যা কম আবার কোথাও লাগছে যানজট। পাশাপাশি দিনভর বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলজটের। সব মিলিয়ে আষাঢ়ের বৃষ্টি বিড়ম্বনায় রাজধানীবাসী।দিনভর বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষরা পড়েছেন দারুণ ভোগান্তিতে। পাশাপাশি রাজধানীর অনেক স্থানে লেগে রয়েছে যানজট, আবার অনেক স্থানেই রয়েছে গণপরিবহন সংকট। রাস্তায় বের হওয়া মানুষরা ছাতা মাথায় চলাচল করছেন। সেইসঙ্গে রিকশা-সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া চেয়ে বসছেন, বাধ্য হয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়াতেই যাতায়াত করছেন। আবার থেমে থেমে দিনভর বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক অলি গলিতে কিছুটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও মষুলধারে বৃষ্টির পরপরই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরক্ষণেই নেমে যাচ্ছে পানি। একদিকে দিনভর বৃষ্টি, অন্যদিকে গণপরিবহন সংকট, পাশাপাশি কিছুকিছু সড়কে যানজট, জলজট সব মিলিয়ে রাজধানীতে কাজে বের হওয়া মানুষের ভোগান্তির শেষ নেই।

মোহাম্মদপুরের দিক থেকে আসা সিএনজি চালক রহিদুল ইসলাম জানান, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট‌ এলাকায় সকাল থেকে যানজট দেখেছি। এখন আবার মোহাম্মদপুরের দিক থেকে আসলাম, রাস্তায় দেখেছি গণপরিবহন তুলনামূলক কম, তবে বিভিন্ন জায়গায় যানজট সৃষ্টি হয়ে আছে। পাশাপাশি বৃষ্টির পরপরই বিভিন্ন স্থানে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। হাতিরঝিলের বিভিন্ন অংশে এখনো পানি জমে থাকতে দেখেছি। মানুষ রাস্তায় আছে তবে যাত্রী তুলনামূলক কম। সে কারণে ট্রিপ কম পাওয়া যাচ্ছে, তাই যখন পাচ্ছি যাত্রীদের কাছ থেকে কিছু টাকা বেশি চেয়ে নিচ্ছি।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের