মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের ব্যয় বাড়লো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৬, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৯:২৬, ২৯ জুন ২০২৪

Google News
পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের ব্যয় বাড়লো

পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনের জন্য আরো ২৪৯ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। শনিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চলতি অর্থবছরের শেষ সভায় বাড়তি এই অর্থবরাদ্দ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন কাজের এক্সটেনশন অব টাইমের ক্লেইমজনিত কারণে মূল্য বৃদ্ধির ভেরিয়েশন প্রস্তাব এসেছিলো সেতু বিভাগ থেকে। মূল চুক্তিমূল্য ছিল আট হাজার ৭০৭ কোটি ৮১ লাখ ৪১ হাজার ৪৪৬ টাকা।

তিনি বলেন, এর সঙ্গে ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিনোহাইড্রো করপোরেশন এই নদী শাসনের কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের