কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি ছাত্রদের ওপর জনতার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সরকার অনবরত যোগাযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে নিজেদের ফেসবুক পেজে একটি জরুরি নাম্বার শেয়ার করেছে এবং প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে বলেছে। দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকার কিরগিজস্তানের সরকারের সাথে সমন্বয় করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দ্রুত বিশকেক ভ্রমণ করে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম