আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো শুরু করেছে বাংলাদেশ। প্রথমদিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে সাড়ে ৪৫ টন ইলিশ মাছ। প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার। এদিনের বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুযায়ী এই অর্থ দাঁড়ায় ১১০০ টাকা।
আজ বৃহস্পতিবার বিকেলে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, প্রথমদিনে ১২ টি ট্রাকে সাড়ে ৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ রয়েছে।
এদিন পাঁচটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে রপ্তানি করে এবং ভারতে আমদানির দায়িত্বে ছিল চারটি প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং, রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড।
গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আবেদন করে।
রেডিওটুডে নিউজ/মুনিয়া