আগামী ২০৪১ সালের মধ্যে ১২ হাজার ৫০০ ডলার মাথাপিছু আয় এবং ৯০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য উচ্চাভিলাষী বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। যেখানে দেশি বিদেশি স্বার্থের প্ররোচনা রয়েছে বলে মনে করে সংস্থাটি।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সিপিডি কার্যালয়ে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার খসড়া নিয়ে আলোচনায় এ কথা বলেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, নতুন মহাপরিকল্পনায় এলএনজি আমদানিতে বেশি জোর দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিদ্যুৎ খাতে সুশাসনের অভাবে সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিদ্যুৎ দেয়া যাচ্ছে না। অন্যদিকে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়ার পরও বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। এতে সাধারণ । মানুষের ওপর চাপ বাড়ছে।
রেডিওটুডে নিউজ/আনাম