
জামালপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের বাকরখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহহাব্বাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ
রেডিওটুডে/এমএমএইচ