শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

লিভার সুস্থ আছে কিনা চোখে কিছু পরিবর্তন ইঙ্গিত দিবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০২, ১৯ এপ্রিল ২০২৫

Google News
লিভার সুস্থ আছে কিনা চোখে কিছু পরিবর্তন ইঙ্গিত দিবে

লিভার রোগ এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। দুঃখজনক হলেও সত্যি, প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় উপেক্ষিত হয় যার অনেকটাই প্রতিফলিত হয় আমাদের চোখে। শরীরের অন্যান্য উপসর্গ দেখা দেয়ার আগেই চোখে কিছু পরিবর্তনের মাধ্যমে লিভারের সমস্যার ইঙ্গিত পাওয়া যেতে পারে। নিচে এমনই ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ দেয়া হলো:

১. চোখ হলুদ হয়ে যাওয়া

চোখের সাদা অংশ যদি হলুদ দেখায়, তা হলে সেটা জন্ডিসের লক্ষণ হতে পারে। জন্ডিস সাধারণত লিভার ঠিকমতো কাজ না করলে বিলিরুবিন নামক পদার্থ জমে যাওয়ার কারণে হয়। এটি লিভারের সমস্যার সবচেয়ে পরিচিত লক্ষণ।

২. চোখের নিচে ফোলাভাব

সকালে ঘুম থেকে উঠেই চোখের নিচে যদি ফোলাভাব বা পাফিনেস দেখা যায়, তবে তা লিভারের স্লো কাজ করার ফলে শরীরে ফ্লুইড রিটেনশনের (পানি জমার) ইঙ্গিত হতে পারে।

৩. লালচে চোখ

চোখ লাল হয়ে যাওয়া বা ব্লাডশট চোখ অনেক সময় লিভার টক্সিসিটির সঙ্গে সম্পর্কযুক্ত ইনফ্ল্যামেশন বা প্রদাহের লক্ষণ। দীর্ঘমেয়াদি লিভার সমস্যায় ভিটামিন K-এর ঘাটতি থেকে চোখের রক্তনালিতে রক্তক্ষরণ হতে পারে।

৪. শুকনো ও চুলকানো চোখ

চোখে শুষ্কতা, খচখচে ভাব বা চুলকানি দেখা দিলে সেটা খারাপ পিত্ত নিঃসরণের  ইঙ্গিত হতে পারে, যা অনেক সময় দীর্ঘমেয়াদি লিভার সমস্যার সঙ্গে সম্পর্কিত।

৫. চোখের নিচে কালি পড়া

চোখের নিচে গাঢ় কালি বা ডার্ক সার্কেল অনেক সময় দীর্ঘমেয়াদি লিভার স্ট্রেস বা টক্সিন জমে যাওয়ার কারণে হয়। এছাড়া ভিটামিন A ও E-র অভাবে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে।

আরও কিছু চোখে পড়ার মতো লক্ষণ 

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি লিভার রোগ এবং অ্যালকোহল গ্রহণজনিত কারণে ভিটামিন A-এর অভাব থেকে নাইট ব্লাইন্ডনেস, শুকনো চোখ এবং কর্নিয়ার ক্ষতি হতে পারে। এছাড়াও মেটাবলিক এবং জেনেটিক লিভার ডিজিজ চোখে ছানি, রেটিনার সমস্যা এবং অপটিক নার্ভের ক্ষতি করতে পারে।

চোখের ভেতরে সূক্ষ্ম পরিবর্তনও এখন এআই (AI) প্রযুক্তির সাহায্যে ধরা যাচ্ছে, যা ভবিষ্যতে লিভার ক্যানসার, সিরোসিস, ও ফ্যাটি লিভার ডিজিজ চিহ্নিত করতে সহায়ক হতে পারে।

তাই চোখের যত্ন নেওয়া শুধু দৃষ্টিশক্তির জন্যই নয়, বরং লিভারের স্বাস্থ্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। পরবর্তীবার চোখের পরীক্ষা করালে, মনে রাখবেন আপনার লিভারও সেই পরীক্ষায় কিছু বলতে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের