সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

সোমবার,

০৭ এপ্রিল ২০২৫,

২৪ চৈত্র ১৪৩১

Radio Today News

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আবেগপূর্ণ নাকি বাস্তবিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪২, ৬ এপ্রিল ২০২৫

Google News
ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনি আবেগপূর্ণ নাকি বাস্তবিক

আধুনিক এই সময় প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সোশ্যালে অনেকেই এখন বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিওতে সময় কাটিয়ে থাকেন। মূলত দৃষ্টিভ্রম ছবি-ভিডিও নিয়ে কেউ বিনোদন খুঁজে পান, আবার কেউ বিষয়টি মেধা যাচাই হিসেবে উপভোগ করেন।

দৃষ্টিভ্রম ছবি-ভিডিওগুলো সাধারণত একটি হলেও ব্যক্তিভেদে এর উত্তর সবসময়ই পৃথক এবং একাধিক হয়ে থাকে। এসব সমাধানে আবার বুদ্ধির প্রয়োজন এবং মানসিকতার ধরন বোঝা যায়। ফলে কখনো ব্যক্তিত্ব কিংবা মানসিকতার পরিচয় জানা যায়, আবার কখনো মেধার জোর দেখা যায়।

সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটিতে দুটি মুখ, একটি নারীর ও একটি পুরুষের। দুটি ছবি এমনভাবে রয়েছে, এর থেকে যেকোনো একটি আপনার চোখে পড়বে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম দেখায় কী দেখতে পাচ্ছেন―এর উত্তরই বলে দেবে আপনি আবেগপূর্ণ নাকি বাস্তবিক মানুষ।

প্রথমে পুরুষ দেখতে পেলে: প্রথম দেখাতেই যদি আপনি পুরুষ মুখ দেখতে পান, তাহলে আপনি প্র্যাকটিকাল, অর্থাৎ বাস্তবিক মানুষ। এ ধরনের মানুষ জীবনকে কখনো অল্প সময়ে সিদ্ধান্ত দেন না। তারা জীবনকে বড় করে দেখেন, অনেক ভেবে তবেই সিদ্ধান্ত নেয়ার অভ্যাস তাদের। হঠাৎ কোনো কথায় কোনো কাজ করতে অভ্যস্ত নন।

তবে এ ধরনের মানুষ সবসময় আকার ইঙ্গিতে বলা কথার অর্থ বুঝতে পারেন না। ইঙ্গিত করা কোনো কাজের অর্থও বুঝতে পারেন না। কখনো কখনো এসব বিষয় বুঝিয়ে দিতে হয়। আবার কখনো এসব বোঝার জন্য কিছুটা সময়েরও প্রয়োজন হয় তাদের।

প্রথম দেখায় নারী দেখলে: আপনি যদি প্রথম দেখাতে নারীর মুখ দেখেন, তাহলে জীবনে অনেক ইমোশনাল বা আবেগপূর্ণ মানুষ আপনি। এ স্বভাব-বৈশিষ্ট্যের মানুষরা সবকিছুকে সবসময় যুক্তি দিয়ে বিবেচনা না করে অনেক সময় আবেগ দিয়ে দেখার চেষ্টা করেন।

এ ধরনের মানুষরা অন্যদের প্রতি অনেক বেশি সমব্যথী। অন্যদের বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু তারা আবেগের বশে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয়ার প্রবণতা রাখেন। পরবর্তীতে আবার সেই ভুল বুঝতে পারেন। মানুষকে অনেক সহজেই বিশ্বাস করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের