মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার মানসিক চরিত্র কেমন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৮:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে আপনার মানসিক চরিত্র কেমন

সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিংয়ের সময় প্রায়ই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবি-ভিডিওতে চোখ আটকে যায় আমাদের। বর্তমান প্রজন্মের প্রায় সবাই এসব ছবি-ভিডিওতে আটকে যান। সাধারণত, দৃষ্টিভ্রম ছবি-ভিডিও একটি হলেও এর উত্তর ব্যক্তিভেদে সবসময় ভিন্ন হয়ে থাকে। এতেই কৌতূহলী হয়ে উঠেন সবাই।

এছাড়া দৃষ্টিভ্রম ছবি-ভিডিও অনেকটা ধাঁধার মতো। যা সমাধানে মস্তিষ্কের ভাবনার প্রয়োজন হয়। এতে মেধার বিকাশ ঘটে। আবার মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানীদের মতে, দৃষ্টিভ্রম ছবি-ভিডিও সমাধানে উত্তর অনুযায়ী ব্যক্তির চারিত্রিক স্বভাব উপস্থাপন হয়। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে অনলাইন প্ল্যাটফর্মে। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

কাঠবিড়ালী: প্রথম দেখায় যদি ছবিতে কাঠবিড়ালি দেখতে পান, তাহলে মনোবিজ্ঞানীদের মতে তারা বুদ্ধিমান, সচেতন, সদা সক্রিয়, নিষ্ঠাবান, আত্মবিশ্বাসী প্রকৃতির হয়ে থাকেন। এরা সমাজে জনপ্রিয়। তাদের অদম্য উৎসাহ আর শক্তিই সাফল্যের চাবিকাঠি।

ঈগল: আপনি যদি ছবিতে প্রথম দেখায় ঈগল দেখতে পান, তাহলে আপনি উদার, উচ্চাভিলাষী, পরোপকারী ও আত্মবিশ্বাসী মানুষ। এ ধরনের মানুষ সমাজে বেশ সম্মানীয় হিসেবে পরিচিতি লাভ করেন। আবার অনেক আন্তরিকও তারা।

বাঘ: প্রথম দেখায় যদি বাঘ দেখতে পান তাহলে মনোবিজ্ঞানীদের মতে তারা উচ্চাভিলাষী ও বদমেজাজী প্রকৃতির। তারা জীবনে বড় বড় সাফল্য পেয়ে থাকেন। তাদের পরোয়া স্বভাব মাঝে মধ্যেই বিপদ ডেকে আনতে পারে। তবে এদের ইচ্ছাশক্তি প্রবল হয়ে থাকে।

কুকুর: যদি আপনি প্রথম দেখায় কুকুর দেখতে পান, তাহলে বুদ্ধিমান, আন্তরিক, অনুগত, বিশ্বস্ত ও বিচক্ষণ প্রকৃতির মানুষ।

হাতি: আপনি যদি প্রথমে হাতি দেখতে পান তাহলে আপনি খুবই উদার, পরোপকারী, বিচক্ষণ ও ধৈর্যবান প্রকৃতির। এ ধরনের মানুষের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তারা কখনো উচ্চাভিলাষী নন, বরং অল্পতেই সন্তুষ্ট থাকেন। বিচক্ষণতা ও বিবেচনবোধ তাদের সাফল্যের চাবিকাঠি। সমাজেও খুবই সম্মানী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন তারা।

মাছ: ছবিতে প্রথম দেখায় যদি মাছ দেখতে পান, তাহলে মনোবিজ্ঞানীদের মতে আপনি একজন বিচক্ষণ, সচেতন, সদা সক্রিয়, অস্থিরচিত্ত ও রহস্যময় প্রকৃতির মানুষ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের