শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

পারফিউম ব্যবহার নিয়ে ভয়ঙ্কর দাবি গবেষকদের, আসল তথ্য জানলে আঁতকে উঠবেন!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৫, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:৩৬, ৭ অক্টোবর ২০২৪

Google News
পারফিউম ব্যবহার নিয়ে ভয়ঙ্কর দাবি গবেষকদের, আসল তথ্য জানলে আঁতকে উঠবেন!

মানুষের নিত্যদিন সঙ্গীর মধ্যে অন্যতম হচ্ছে পারফিউম (Perfume)। রকমারি জামা পরছেন কিন্তু সেখানে পারফিউম ব্যবহার করবেন না সেটা কি হতে পারে। যেকোনো অনুষ্ঠান সাজের মধ্যে একটু পারফিউম মাখা চাই! নইলে সাজ ইনকমপ্লিট। আবার কেউ কেউ শীত গ্রীষ্ম বর্ষা সবসময় পারফিউম ব্যবহার করে যান। আসলে অনেকে মনে করেন সুগন্ধির মাধ্যমে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা যায়।

কিন্তু সুগন্ধির ব্যবহার শুধু জামা অব্দি থেমে থাকে না, এর ব্যবহার চলে ত্বকের ওপর। কেউ হাতে, আবার কেউ কাঁধে নানান জায়গায় ব্যবহার করে থাকেন। তবে কি জানেন এইভাবে ত্বকের উপর পারফিউম (Perfume) ব্যবহার মোটেও স্বাস্থ্যকর নয়। গবেষকদের মতে, ত্বকের উপরে সুগন্ধি ব্যবহার করলে থেকে শুরু করে বিভিন্ন ভয়ঙ্কর রোগ শরীরে বাসা বাঁধে। এমনকি এই রোগের কারণে আপনার মৃত্যু হওয়ার আশঙ্কাও কয়েকগুণ বেড়ে যায়।

পারফিউম (Perfume) ব্যবহার করলে কি কি ক্ষতি হয়?

১) আসলে পারফিউমে (Perfume) অধিক মাত্রায় থাকে অ্যালকোহলের পরিমাণ। আর এই অ্যালকোহল সরাসরি ত্বকে এসে প্রভাব ফেলায় ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। এর ফলে ত্বক মাত্রারিক্তভাবে শুষ্ক হতে থাকে। এমনকি অনেক সময় সুগন্ধিতে নিউরোটক্সিন থাকে। এই উপাদানগুলি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে।

২) গবেষকদের মতে পারফিউম (Perfume) অতিরিক্ত ত্বকে ব্যবহার করলে ত্বকে ঘা হতে পারে। কারণ পারফিউম কিংবা বডি স্প্রেতে যে প্রকার রাসায়নিক উপাদান মেশানো হয় তা ত্বকের ভিতরের কোষগুলিকে নিষ্ক্রিয় করে ফেলে। এর ফলেই ঘা হয়। বিশেষ করে যাদের সংবেদনশীল ত্বক তারা এই কাজ করা থেকে দূরে থাকুন।।

৩) এছাড়াও গবেষকদের মতে, পারফিউম (Perfume) অনেক সময় স্কিন ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। কারণ, এতে থাকা উপাদান গুলি হরমোনের কার্যক্ষমতা ও ভারসাম্য পুরোপুরি ধ্বংস করে দেয়। এছাড়াও তকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া জমা বাঁধতে থাকে। এই ব্যাকটেরিয়া পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়।

৪)  অনেকে পারফিউমে (Perfume) প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোলের মতো বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করতে থাকে। এই উপাদানগুলি শরীরে প্রবেশ করলে শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।

৫) এখানেই শেষ নয়, এই উপাদানগুলি অনেক সময় এলার্জির কারণ হতে পারে। এমনকি, এই যৌগের কারণে শ্বাসকষ্টের মতোও সমস্যা দেখা দেয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের