মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

মেরাদিয়ায় কুরবানির পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫২, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৫৪, ২৯ এপ্রিল ২০২৫

Google News
মেরাদিয়ায় কুরবানির পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মেরাদিয়ায় কুরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছেন হাইকোর্ট। এ কারণে এবার পশুর হাট বসানো যাবে না।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি জিনাত আরা হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে এই আদেশ দেন।

চলতি বছরের কুরবানির জন্য পশুর হাটের জন্য মেরাদিয়া এলাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পশুর হাট বাতিল চেয়ে মেরাদিয়া আবাসিক এলাকার পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এলাকাবাসীর পক্ষে রিটটি করেন ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

ওই রিটের শুনানিতে আইনজীবী বলেন, আবাসিক এলাকার ভেতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। এতে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হবে। তাই হাট বসানোর সিদ্ধান্ত বাতিল করার আদেশ চান।

এরপর হাইকোর্ট আবাসিক এলাকা বিবেচনায় নিয়ে মেরাদিয়া পশুর হাটের বিজ্ঞপ্তি বাতিল করে দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের