শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১১ বৈশাখ ১৪৩২

Radio Today News

পারভেজ হত্যায় আলোচিত দুই নারী শিক্ষার্থী আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৪, ২৪ এপ্রিল ২০২৫

Google News
পারভেজ হত্যায় আলোচিত দুই নারী শিক্ষার্থী আটক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় রাজধানীর জুরাইন থেকে ইউনিভার্সিটি অব স্কলার্স’র ২ নারী শিক্ষার্থীকে আটক করেছে ডিবি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

আটক ওই ২ শিক্ষার্থী হলেন, ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবি বলছে, পারভেজ হত্যাকাণ্ডের ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিল। পরে আজ বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে তারা জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভবনে ২ দিন আগে বাসা ভাড়া নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের এই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের