
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকির মতো সামাজিক মাধ্যমে কিছু চিকিৎসক ও অনলাইন ব্যক্তিত্ব যৌন উত্তেজক ওষুধ ও সামগ্রীর প্রচার করছেন। এতে অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও পোস্টের মাধ্যমে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে এবং পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, দেশের পরিচিত সেলিব্রেটি ও শোবিজ তারকারাও এসব ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন টাকার বিনিময়ে। এতে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
আইনি নোটিশে সরকারকে অনুরোধ জানানো হয়েছে, এসব অনলাইন কনটেন্ট বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে। তা না হলে ‘‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করবে বলেও জানানো হয়েছে।