
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের নির্দেশনায় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। বেনজীরসহ ১২ জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালত রেড নোটিশ জারির নির্দেশ দিলে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে আবেদন করে। এরপরই এই পদক্ষেপ নেয়া হয়।
ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে রেড নোটিশ জারির পর তাকে চিহ্নিত ও দেশে ফিরিয়ে আনার কাজ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যেই বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, যদিও তা এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।
গত বছরের ১৫ ডিসেম্বর সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। চলতি বছরের ৮ জানুয়ারি আদালত বেনজীরের স্ত্রী জিশান মির্জা ও ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন। ১৩ জানুয়ারি বেনজীর আহমেদ ও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।