
রাজধানীর ধানমন্ডিতে র্যাব-ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুই জন গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এনিয়ে এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের ৩/এ বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঐ বাসায় ডাকাতি করতে যায়।
এসময় জনতার সহযোগিতায় ঘটনাস্থল থেলে প্রথমে চার জন ও পরে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ডিএমপি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। তিনি বলেন, যেই পাঁচ ব্যক্তি আসামিদের ধরতে পুলিশকে সহযোগিতা করেছেন তাদের নগদ পাঁচ হাজার টাকা পুরস্কার ও সহযোগী পুলিশ সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে ডিএমপি।
রেডিওটুডে নিউজ/আনাম