শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

Radio Today News

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৮, ১৯ মার্চ ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। বুধবার (১৯ মার্চ) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি জানান, আব্দুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট এবং বাড়ি ক্রয় করেছেন, যেগুলোর মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা।

মামলার এজাহারে বলা হয়েছে, গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার এবং স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে।

এদিকে, গত ১৯ জানুয়ারি, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয়। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের ডিসেম্বরে তিনি মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৩ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পান। এর আগে, তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের