সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

Radio Today News

হিজবুত তাহরীরের সংগঠক মোনায়েম গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৫, ১৭ মার্চ ২০২৫

Google News
হিজবুত তাহরীরের সংগঠক মোনায়েম গ্রেপ্তার করেছে সিটিটিসি ইউনিট

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৬ মার্চ) রাতে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় ২৬ বছর বয়সী মোনায়েম হায়দারকে। তিনি সংগঠনের ‘মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক’।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলেন। তিনি গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের