শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বিডিআর হত্যাকাণ্ড মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ মার্চ ২০২৫

Google News
বিডিআর হত্যাকাণ্ড মামলায় ২৩৯ আসামির জামিন শুনানি শেষ

বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩৯ জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে। জামিনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত। এ মামলায় আরও একজনসহ মোট ২৮৭ জন সাক্ষ্য দিয়েছেন আদালতে।

আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর আবু সাঈদ খান। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।

পিলখানায় হত্যাকাণ্ডের মামলায় ৮৩৪ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ১৭৮ জন। শুনানি ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জাওয়ানদের স্বজনরা।

এসময় কারাগারে থাকা জাওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা। এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য একে অপরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের