
ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘দুই-একদিনের মধ্যে খসড়ার কাজ শেষ করে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।’ বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ পাঁচ দফা দাবি নিয়ে দেখা করলে এ কথা বলেন তিনি।
আসিফ নজরুল জানান, মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। এ ক্ষেত্রে কালক্ষেপণ করবে না সরকার। তিনি বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী নিপীড়ন করছে তাদের ব্যাপারে সরকার জিরো টলারেন্স।
মাগুরায় শিশু ধর্ষণ, পটুয়াখালীতে গণধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে হেনস্থা করাসহ সম্প্রতি দেশজুড়ে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। শাহবাগসহ ঢাকার বিভিন্ন জায়গা এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন স্থানে এসব ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হচ্ছে।
মাগুরার শিশু নির্যাতনের পর ১০ মার্চ রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিল নিয়ে সমাবেশ শুরু করেন ধর্ষণ বিরোধী মঞ্চ। এর দুইদিন পর আইন উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ে আসেন ২৮ জনের প্রতিনিধি দল। একমাসের মধ্যে মাগুরার শিশুকে ধর্ষণের বিচারসহ সব ধর্ষণের বিচারের জন্য তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবিকে যৌক্তিক মনে করেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা নারী নিপীড়ন করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার।’ মোরাল পুলিশিংয়ের দায়িত্ব সরকার কাউকে দেয়নি বলেও জানান তিনি।