মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

১১ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

রাস্তায় দৌড়ে দৌড়ে নারীদের পেটানো সেই যুবক আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৭, ১০ মার্চ ২০২৫

Google News
রাস্তায় দৌড়ে দৌড়ে নারীদের পেটানো সেই যুবক আটক

রাজধানীর শ্যামলী এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের দৌড়ে দৌড়ে পেটানো সেই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

ওই যুবকের নাম মো. রাসেল হোসেন (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

সম্প্রতি সোশ্যালে রাসেলের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়- রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য এবং সহিংস আচরণ করেন। রাসেলকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা গেছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের