রোববার,

০৯ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

রোববার,

০৯ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

Radio Today News

মধ্যরাতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টার ছেলের বাড়িতে তল্লাশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১০, ৫ মার্চ ২০২৫

Google News
মধ্যরাতে শেখ হাসিনার সাবেক উপদেষ্টার ছেলের বাড়িতে তল্লাশি

অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার অভিযোগে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এর আগে বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়িটি ঘেরাও তল্লাশি চালায় ছাত্র-জনতা।

খবর পেয়ে সেনাবাহিনী ও গুলশান থানা পুলিশের একটি দল সেখানে যায়। তবে ওই বাসা থেকে কাউকে আটক বা টাকা জব্দের খবর পাওয়া যায়নি।তবে বাসাটির একজন পরিচর্যাকারী অভিযোগ করেন, বাসাটি শফিক রহমান সাহেবের মেয়ের। এইচটি ইমামের ছেলের নয়।

বাসায় তিনি ও দুই নারী গৃহকর্মী ছাড়া কেউ নেই। হঠাৎ করে বেশ কয়েকজন লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লুটপাট করে চলে যায়। এ ঘটনায় গুলশান থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখে পরবর্তীতে জানানো হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের