শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

১৪ বছরের সাজা এড়াতে ২৮ বছর আত্মগোপনে!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
১৪ বছরের সাজা এড়াতে ২৮ বছর আত্মগোপনে!

একটি মামলায় ১৪ বছরের সাজা এড়াতে ২৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন শামছুল আলম নামের এক আসামি। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে শামসুল আলম নামের ওই আসামিকে পাঠানো হয়েছে কারাগারে। দিনাজপুরের বিরামপুর উপজেলার হরে কৃষ্ণপুর বাদমৌকা গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার শামসুল আলম ওই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

আদালত সূত্র ও পুলিশ জানায়, ১৯৯৩ সালে শামছুল আলমকে জাল নোটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। এ অভিযোগে ১৯৯৩ সালে দিনাজপুর ট্রাইব্যুনালে মামলা হয়। বিচার শেষে ১৯৯৬ সালে আদালত অভিযুক্ত শামছুল আলমকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে রায় ঘোষণার পর থেকে দীর্ঘ ২৮ বছর ধরে আত্মগোপনে ছিলেন শামসুল। সবশেষ বুধবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, দীর্ঘদিন পলাতক থাকা ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের