
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ফার্মগেট থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আটক করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় তাঁর নামে একাধিক হত্যা রয়েছে। তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
তিনি জানান, আবদুল মজিদ খানকে মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে।
আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম