মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

Radio Today News

সড়কের পর এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সড়কের পর এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মহাখালী রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামাতে সক্ষম হয়। আটকে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসে।

ট্রেনের লোকোমাস্টার লতিফ গণমাধ্যমকে বলেন, 'আমি তিতুমীর রেলগেটে দূর থেকে লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেনের গতি কমিয়ে থামাতে সক্ষম হই।' তিনি আরও জানান, হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হলেও কোনো বড় সমস্যা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের