সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

Radio Today News

যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় আনিসুল হক-মামুনসহ ৫ জন রিমান্ডে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৫, ২০ জানুয়ারি ২০২৫

Google News
যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় আনিসুল হক-মামুনসহ ৫ জন রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এরমধ্যে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এদিন সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সোমবার সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ১৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান-আনিসুল হকসহ ১৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের