মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

জমি-ফ্ল্যাটসহ হেনরির ৫৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২, ১৩ জানুয়ারি ২০২৫

Google News
জমি-ফ্ল্যাটসহ হেনরির ৫৮ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হেনরীর ১৬ টি গাড়ি, ১৯ ব্যাংক হিসাবে প্রায় ৫৭ কোটি টাকা ও যৌথ মালিকানাধীন ৪ কম্পানির এক কোটি ৩৪ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরি, তার স্বামী ও মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০ আগস্ট। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেপ্তার হন তিনি।

দুদক সূত্রে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯ ব্যাংক হিসাবে প্রায় ৩,৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের