বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যার মামলায় অভিযুক্ত উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম থানার হেফাজত থেকে পালিয়েছেন।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে উত্তরা পূর্ব থানার একটি দল শাহ আলমকে গ্রেপ্তার করে। তবে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানায় হেফাজতে থাকা অবস্থায় তিনি পালিয়ে যান।
ওসি শাহ আলম ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঘটে যাওয়া একটি হত্যার মামলার আসামি। সেই সময় তিনি উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. জব্বার এবং কনস্টেবল বিল্লাল ও সোহেলসহ একটি দল কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাঁকে গ্রেপ্তার করে।
তাঁর পালানোর ঘটনায় উত্তরা পূর্ব থানার কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
তবে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা সঠিক। তবে বিস্তারিত তথ্য আমি এখনো জানি না।
ওসি শাহ আলমের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে তাঁর স্ত্রী শাপলা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহ আলমের কোনো খবর আমার কাছে নেই। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।